ঢাকা বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

 প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রংপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা গ্রুপের খেলা উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল প্রধান অতিথি হিসেবে রংপুর স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। রংপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এই টুর্নামেন্টের আয়োজন করে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রংপুরের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই টুর্নামেন্টে সিটি কর্পোরেশনসহ আটটি উপজেলার নয়টি পৃথক বালক ও বালিকা দল অংশ নেয়।

গোল্ডকাপ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত